Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খাল ও নদী

বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। এদেশের প্রায় সকল ইউনিয়নের মধ্যে দিয়ে কোন না কোন নদী বা খাল বয়ে গেছে। কিন্তু  আলমপুর ইউনিয়নে কোন নদী বা খাল নেই। বলা চলে এরকম ইউনিয়ন হাতে গোনা দুই একটা। তবে কোন নদী না থাকলেই বা কি এ ইউনিয়নের পশ্চিম পাশের বাজার ফুলদিঘী হাট হতে ১ কি.মি. পশ্চিম দিকে গেলেই দেখতে পাওয়া যাবে বিশাল একটি খাড়া(নালা)। নামটির তার সুড়ির জাঙ্গাল। গ্রীষ্মকালে দেখতে খুব ভাল না লাগলেও বর্ষাকালে খারাপ লাগেনা। তাছাড়া এইউনিয়নের পূর্ব পাশদিয়ে অন্যএকটি খাড়া বয়ে গেছে। নামটি তার নোনগোলা। এটি নাগর নদীর সাথে গিয়ে মিশেছে বলে অনেকে একে নাগর নদীও বলে থাকেন।