Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
দর্গাপুকুর জামে মসজিদ
Location
আলমপুর ইউনিয়নের দক্ষিন বস্তা গ্রামে।
Transportation
প্রধমে আলমপুর ইউনিয়ন পরিষদে এসে ভ্যানে করে জন প্রতি ১০ টাকা হারে ভাড়া প্রদান করে ৩ কিলোমিটার দক্ষিনে দক্ষিণ বস্তা বৎাশতা গ্রামে যেতে হয়। এ গ্রামের একটু পশ্চিমে গেলেই দেখতে পাওয়া যাবে শত শত বছরের পুরোনো মসজিদটি।
Details

কেউ আজ পর্যন্ত বলতে পারে নি এ মসজিদ সম্পর্কে। কতদিন আগে এটা তৈরী করা হয়েছে বা কে করেছে তা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়। গ্রামের সবচেয়ে বৃদ্ধ লোকদের ধারনা য, এ মসজিদটি কোন মানুষ তৈরী করেনি। কথিত আছে এ মসজিদটি এক রাতের মধ্যে কোন জীন বা পরী তৈরী করেছে। উল্লেখ্য যে বগুড়া,জয়পুরহাট এবং নওগা জেলার প্রাচীনতম মসজিদটি এখানেই এবং এটাই সেই মসজিদ।