কেউ আজ পর্যন্ত বলতে পারে নি এ মসজিদ সম্পর্কে। কতদিন আগে এটা তৈরী করা হয়েছে বা কে করেছে তা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়। গ্রামের সবচেয়ে বৃদ্ধ লোকদের ধারনা য, এ মসজিদটি কোন মানুষ তৈরী করেনি। কথিত আছে এ মসজিদটি এক রাতের মধ্যে কোন জীন বা পরী তৈরী করেছে। উল্লেখ্য যে বগুড়া,জয়পুরহাট এবং নওগা জেলার প্রাচীনতম মসজিদটি এখানেই এবং এটাই সেই মসজিদ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS