Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে আলমপুর ইউনিয়ন

এক নজরে আলমপুর ইউনিয়ন

কালের স্বাক্ষীহয়ে দাড়িয়ে আছে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়ন। কাল পরিক্রমায় আজ আলমপুর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।

ক) নাম– ৫ নং আলমপুর ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন– ২৪.৭৩ বর্গ কিলোমিটার

গ) লোকসংখ্যা– ২৩১৯৩ জন

ঘ) গ্রামেরসংখ্যা– ৩৪ টি।

ঙ) মৌজারসংখ্যা– ২৪ টি।

চ) হাট/বাজারসংখ্যা-০২ টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম– সিএনজি/রিক্সা,ইজি বাইকের মাধ্যমে।

জ) শিক্ষারহার– ৬২.৬৩%

    ১. সরকারীপ্রাথমিকবিদ্যালয়- ০৯ টি  

    ২. উচ্চ বিদ্যালয়ঃ ৪ টি,

    ৩. মাদ্রাসা- ৪ টি

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান–জনাব মো: আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয়স্থান- ২টি।

ট) ঐতিহাসিক/পর্যটনস্থান– ২ টি।

ঠ) ইউপি ভবন স্থাপনকাল– ২০১১ ইং।

ড) নবগঠিতপরিষদেরবিবরণ–

                                    ১) শপথগ্রহণেরতারিখ–১৮/০৮/২০১৬

                                    ২) প্রথমসভারতারিখ–১৮/০৮/২০১৬

                                   ৩) মেয়াদউর্ত্তীনেরতারিথ–১৮/০৮/২০২১

ঢ) গ্রামসমূহেরনাম–

 নশিরপুর

 নুনগোলা

 ফোপড়া

 নাজিরপুর

 কৈগাড়ী

 সুজাপুর

 দামগড়

 বানাইচ

 খাট্টারপাড়া

 মির্জাপুর

 আলীপুর

 পাচুইল

 রঘুনাথপুর

 থামড়া

 ফুলদিঘী

 হন্তনাবাদ

 দৌলতপুর

 পৌলুঞ্জ

 সহলাপাড়া

 কানাইপুকুর

 সুহলী

 সুলতানপুর

দেওতাহার

 গুরুড়া

 শিবপুর

 কাপাসঠিকরী

 শ্যামপুর

ধামশুন্ডা                                       আলমপুর                       বাশতা দক্ষিন বস্তা

আকলাস                                       আমুনিয়া                       বানিয়াচাপড়

 

 

  ণ) ইউনিয়নপরিষদজনবল–

               ১) নির্বাচিত পরিষদ সদস্য– ১৩ জন।

               ২) ইউনিয়ন পরিষদ সচিব– ১ জন।

              ৩) ইউনিয়ন গ্রামপুলিশ– ১০ জন।

               ৪) উদ্যোক্তা/কম্পিউটার অপরেটর – ২ জন।

                   ক) মো: রায়হান আলী

                   খ) মো: মেহেদী হাসান